Department of fisheries Recruitment Circular 2020 মৎস্য অধিদপ্তরের অফিসিয়াল সাইট এ প্রকাশিত হয়েছে। মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিবে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেয়া হল। পদ্গুলোতে সকল জেলার নারী এবং পুরুষ সকলেই আবেদন করতে পারবে।
মৎস্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি | মৎস্য অধিদপ্তর | Department of fisheries | Department of fisheries Recruitment Circular 2020 | Recent Job Circular
মৎস্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার-অপারেটর ( গ্রেড-১৪) পদ সংখ্যা : ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রী কম্পিউটার ব্যাবহারের যোগ্যতা থাকা লাগবে।
বেতন : ১০২০০-২৪৬৮০ টাকা।
পদের নাম : হিসাবরক্ষক ( গ্রেড-১৪) পদ সংখ্যা : ০৯ টি।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক ডিগ্রী
বেতন : ১০২০০-২৪৬৮০ টাকা।
পদের নাম : অফিস সহকারী-কাম-কম্পিউটার- মুদ্রাক্ষরিক ( গ্রেড-১৬) পদ সংখ্যা : ১৩৯ টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটার ব্যাবহারের যোগ্যতা থাকা লাগবে।
বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা।
পদের নাম : হ্যাচারি টেকনিশিয়ান ( গ্রেড-১৬) পদ সংখ্যা : ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি (বিজ্ঞান), জীববিজ্ঞান সহ উত্তীর্ণ
বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা।
পদের নাম : গাড়িচালক ( গ্রেড-১৬) পদ সংখ্যা : ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাশ। সংশ্লিষ্ট বিসয়ে ৫ বছরের অভিজ্ঞতা।
বেতন : ৯৩০০-২২৪৯০ টাকা।
পদের নাম : পাম্প অপারেটর ( গ্রেড-১৮) পদ সংখ্যা : ১৯ টি।
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাশ। সংশ্লিষ্ট বিসয়ে ২ বছরের অভিজ্ঞতা।
বেতন : ৮৮০০-২১৩১০ টাকা।
পদের নাম : নিরাপত্তা প্রহরী ( গ্রেড-২০) পদ সংখ্যা : ২৩ টি।
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাশ। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা।
বেতন : ৮২৫০-২০০১০ টাকা।
পদের নাম : অফিস সহায়ক ( গ্রেড-২০) পদ সংখ্যা : ১০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি
বেতন : ৮২৫০-২০০১০ টাকা। আবেদন ফিঃ ১১২ টাকা
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। সম্পূর্ণ প্রক্রিয়া আবেদন ফর্মে দেওয়া আছে।
আবেদন শুরুর সময়: ২৪ মার্চ ২০২০ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ২৩ এপ্রিল ২০২০
Recent Job Circular team’s always up to provide all information about Govt, private, bank jobs in a short time. In order to get more jobs in Bangladesh to follow our website on a regular basis that helps you will get recent Government jobs in Bangladesh. In addition, we focus on the job seeker who is finding a qualified job profession.
So keep connecting with us. In addition, you will be more benefited by publishing recent jobs circular advertisements.
More Stories
Today’s Gold Price in Bangladesh
পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি warpo job circular 2022
Manufacturing Excellence Engineer in VF Corporation (Dhaka, Bangladesh)